Khoborerchokh logo

ভয়েস মেসেজে মাধ্যমে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা: প্রধানমন্ত্রীর 513 0

Khoborerchokh logo

ভয়েস মেসেজে মাধ্যমে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা: প্রধানমন্ত্রীর

খবরের সময় ডেস্ক:
মোবাইল ফোনে ভয়েস মেসেজে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৪৯ সেকেন্ডের ভয়েস মেসেজটি দেশের সব অপারেটরের পক্ষ থেকে পাঠানো হচ্ছে।অপারেটরের পাঠানো কল রিসিভ করলেই শোনা যাচ্ছে, আমি শেখ হাসিনা বলছি,আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, তার মন্ত্রণালয় সব সময়ই এ ধরনের উদ্যোগ নেয়।এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দেওয়া হয়েছে। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।অপারেটরগুলোর এত মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েক দিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে।মন্ত্রী জানান,তিনি নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন।১৩ ডিসেম্বর থেকে পাঠানো শুরু হওয়া ভয়েস মেসেজ ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com